Loading...

রকিং স্টার খ্যাত YASH এর অজানা কিছু তথ্য | Unknown Facts About YASH | KGF 2


সাউথে রকিং স্টার বলতে যাকে বুঝানো হয় তিনি হচ্ছেন YASH । তার মুভি KGF এর মাধ্যমে তিনি রাতারাতি পুরো বিশ্বের লক্ষ লক্ষ ভক্তদের মনে জাইগা করে নেন। সো চলুন তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাকঃ

🔰 আমরা সবাই যাকে YASH নামে চিনি তার আসলে নাম হচ্ছে নাবিন কুমার গৌদা।


🔰 তিনি ৮ জানুয়ারি ১৯৮৬ সালে Hassan Karnataka তে জম্মগ্রহন করেন।

🔰 তিনি 2004 সালে Nanda Gokula নামের টেলিভিশন শো এর মাধ্যমে সর্বপ্রথম অভিনয় জগতে পা রাখেন।


🔰 Yash 2007 সালে Jambada Hudugi চলচিত্রের মাধ্যমে সর্বপ্রথম চলচিত্র জগতে পা রাখেন।

🔰 তিনি 2008 সালে Moggina Manasu মুভিতে সাপোর্টিং রোল হিসেবে কাজ করার জন্য তিনি ফ্লিমফেয়ার বেষ্ট সাপোর্টিং রোল এর পুরুষ্কার পান।


🔰 তিনি 2015 সালে Mr & Mrs Ramachori ছবির জন্য Flimfare Award South এবং Sima Award থেকে সেরা অভিনেতার পুরুষ্কার পান।🔰 Yash একজন অভিনেতার পাশাপাশি একজন প্লেব্যাক সিঙ্গারও। তিনি তার ছবি Mr & Mrs Ramachori এবং 2015 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা Masterpiece মুভিতে গান গেয়েছেন।🔰 তিনি ১২ আগষ্ট ২০১৬ সালে গোয়াতে রাধিকা পান্ডিত কে বিয়ে করেন এবং গত বছর তাদের প্রথম সন্তান আয়রা ২ ডিসেম্বর ২০১৮ সালে জম্মগ্রহন করে।🔰 ইয়াশ এবং তার স্ত্রী দুজনে মিলে ২০১৭ সালে সমাজকল্লান কাজের জন্য Yasho Marga Foundation নামে একটা অর্গানাইজেশন খুলেন।

🔰 তার মোট সম্পত্তির সঠিক তথ্য খুজে পাওয়া না গেলেও গুগল বলছে তার মোট সম্পত্তি $5 Million.

🔰 kannada ফ্লিম ইন্ডাস্ট্রিতে তিনি ২০১৪ সালে সর্বোচ্ছ হায়েস্ট পেইড অভিনেতা ছিলেন।


🔰 তার ক্যারিয়ারের প্রথম ব্লোক বাস্টার হিট দেওয়া চলচিত্র হচ্ছে Mr & Mrs Ramachari যেটা লাইফটাইম ইনকাম করে $7.2 Million

🔰 তার অভিনিত KGF CHAPTER 1 চলচিত্রটি লাইফটাইম $805,637 ((Rs 5.74 cr) আয় করে যা ইন্ডাস্ট্রি হিট ছিলো।
🔰 তার অনেক গুলো গাড়ির কালেকশন আছে। যেমনঃ Mercedes Benz Gls 350d, Mercedes Benz Glc 250d coupe, Audi Q7, Audi A6 এবং Bmw 520d

সোর্সঃ "Filmybeat, Google, SouthLife, Wiki"

Post a comment

0 Comments